বেহাল রাস্তায় মর্মান্তিক ঘটনা! ছেলের বাইক থেকে পড়ে মায়ের মৃত্যু
Road Accident in Asian Highway

The Truth of Bengal: ছেলের চলন্ত বাইক গর্তে পড়ার কারণে ব্যাকসিট থেকে পড়ে গিয়ে মৃত্যু হল মায়ের। বেহাল রাস্তার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীর। বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ওভারব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়েতে।
মৃত মহিলার নাম মায়া রায়, বয়স ৪৩। জানা গিয়েছে, তিনি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রের খবর, এদিন পুন্ডিবাড়ি থেকে ছেলের সঙ্গে বাইকে চেপে জলপাইগুড়ি যাচ্ছিলেন ওই মহিলা। কিন্তু ওভারব্রিজ সংলগ্ন এশিয়ান হাইওয়ে ৪৮-এ থাকা গর্ত পার করতে গিয়ে বাইক থেকে পড়ে যায় ওই মহিলা।
স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। তবে কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের মধ্যেই কান্নায় ভেঙে পড়ে ছেলে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
Free Access