
The Truth of Bengal: রবিবার ঝাড়গ্রামের লোধাসুলির জঙ্গল লাগোয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর। জানা গেছে মৃত বাইক আরোহীর নাম সাজিম আলি। বয়স ২০ বছর। বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ নং ব্লকের বড় আসনবনী গ্ৰামে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বাইক আরোহী ঝাড়গ্রামের লোধাসুলির দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা ট্রাকটি ধাক্কা মারে বাইক আরোহী কে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়্গ্রাম থানার পুলিশ।
পুলিশ ওই বাইক আরোহীকে ঝাড়্গ্রাম জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনায় গোটা শখের ছায়া গ্রাম জুড়ে।