
The Truth of Bengal: দিনের পর দিন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষযোগ্য জমি। সুরাহার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের দ্বরস্থ হলেও, সুরাহা মেলেনি। এমনই ছবি ধরা পড়ল কোচবিহারের তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের সন্তোষপুর ভিতরকুটি এলাকায়। স্থানীয়দের দাবি, অবিলম্বে নদীর পাড় বাঁধনে পদক্ষেপ না হলে চূড়ান্ত বিপাকে পড়বেন তাঁরা।
সভ্যতার আদিকাল থেকে নদী মানবজাতির কাছে বর হিসেবে দেখা দিয়েছে। কিন্তু কোচবিহারের তুফানগঞ্জের ১ নম্বর ব্লকের গদাধর নদী তীরবর্তী অঞ্চলের মানুষরা তা বিশ্বাস করেন না। কারণ, তাঁদের চাষযোগ্য জমি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। বর্ষার মরসুমে যেভাবে পাড় ভেঙে নদী গ্রাস করছে এলাকা, তাতে চিন্তায় রয়েছেন বহু মানুষ।
নদী ভাঙনে, কৃষিজমি চলে যাচ্ছে। ধীরে ধীরে রাস্তায় কাছে চলে এসেছে নদী। আশঙ্কায় দিচ্ছে, একমাত্র চলার পথও হারিয়ে যেতে পারে নদীরবুকে। ফলে বন্ধ হয়ে যেতে পারে স্থানীয় স্কুলও। স্থানীয় তৃণমূলনেতৃত্বের দাবি, বিষয়টি তাদের নজরে এসেছে, পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে, বোর্ড গঠন হলেই, বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে। স্থানীয়দের আরও অভিযোগ, এলাকার বিধায়ক ও সাংসদ বিজেপির। কিন্তু স্থায়ী সমাধানের জন্য তাদের কাছ থেকে কোনও পদক্ষেপ বা প্রতিশ্রুতি মেলেনি।