কল্যাণীতে ধুন্ধুমার, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, গ্রেফতার বিজেপি বিধায়কসহ ১৬
Riot in Kalyani, bricks pelted at police, 16 including BJP MLA arrested

Truth Of Bengal: ডাম্পিং গ্রাউন্ড তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে উঠল কল্যাণীতে। এলাকার পরিবেশ দূষণের আশঙ্কায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের নেতৃত্বে ছিলেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিধায়ক-সহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ঘটনাস্থলে জমি ঘিরে পাঁচিল দেওয়ার কাজ শুরু করলে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ ও পুরসভার কর্মীদের সঙ্গে বচসা থেকে শুরু হয় সংঘর্ষ। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুরসভা অনেক আগেই আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ায় ১০.২৪ একর জমিকে ডাম্পিং গ্রাউন্ডের জন্য চিহ্নিত করেছিল। কিন্তু জনবহুল এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরির পরিকল্পনার বিরোধিতা করছেন স্থানীয়রা। তাঁদের দাবি, এর ফলে পরিবেশ দূষণের ঝুঁকি বাড়বে।
ঘটনার পর বিজেপি বিধায়ক অম্বিকা রায় পুরসভার পরিকল্পনার সমালোচনা করে বলেন, “জনস্বার্থকে উপেক্ষা করে ডাম্পিং গ্রাউন্ড তৈরির কাজ চলছে। আমরা এর বিরোধিতা করব।” তবে, এই বিষয়ে এখনও পুরসভার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কল্যাণীতে সংঘর্ষের জেরে শহরের কাছারিপাড়া এলাকা উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অসন্তোষ ক্রমশ বাড়ছে।