বারাসত কলেজে ধুন্ধুমার, মুখ ফাটল পুলিশের, দেখুন ভিডিও
Riot at Barasat College, police covered in blood

Truth Of Bengal: বারাসাত কলেজে ধুন্ধুমার। রক্তাক্ত পুলিশ। প্রথমে টিএমসিপি ও এসএফআই এর মধ্যে বচসা শুরু হয়। ক্রমে সেই বচসা হাতাহাতিতে পৌঁছায়। আর সেই মারামারির মধ্যে পড়ে আহত হয় এক পুলিশ কর্মী। আরজি কর কান্ডের জামিনের প্রতিবাদে বচসা। বারাসাত কলেজের গেটের সম্মুখে টিএমসিপি ও এসএফআই । পরিস্থিতি সামাল দিতে বারাসাত কলেজে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী।
মঙ্গলবার বারাসত কলেজে সেমেস্টার পরীক্ষা চলাকালীন বড়সড় সংঘর্ষে জড়াল এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। কলেজ গেটের সামনে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই আরজি কর কাণ্ডে বিচার চেয়ে বিক্ষোভ মিছিল ও স্লোগান শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে, এই যুক্তিতে এসএফআই কর্মীদের বাধা দিতে যায় টিএমসিপি। এরপরেই দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়, যা ক্রমে হাতাহাতিতে রূপ নেয়। মুহূর্তে কলেজ চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কলেজের গেট থেকে বিবাদ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। ১২ নম্বর জাতীয় সড়ক ও শিয়ালদহ-বনগাঁ রেলপথের কাছে বিক্ষোভের প্রভাব পড়ে। যানজটে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা। সংঘর্ষ চলাকালীন এক পুলিশ কর্মী আহত হন। তাঁর মুখে আঘাত লাগার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারাসত থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের তরফে দুই পক্ষকে সরানোর চেষ্টা করা হলেও প্রাথমিকভাবে তা সম্ভব হয়নি। অবশেষে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার জেরে কলেজ পরীক্ষার্থীরা চরম সমস্যার মুখে পড়েন। সংঘর্ষের ফলে পরীক্ষা কেন্দ্রের পরিবেশও ক্ষতিগ্রস্ত হয়। পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপের কথা জানিয়েছে।