রাজ্যের খবর

জনবসতি শূন্য গ্রাম, লক্ষ্মীপুজোতে আসেন বাসিন্দারা

Kulti Laxmi pujo

The Truth of Bengal: গোটা গ্রাম যেন শ্মশান। জনবসতি শূন্য গ্রাম। গ্রামের বাড়ি ঘর ধ্বংসস্তূপের প্রহর গুনছে। তবে এক সময়  যথেষ্ট বর্ধিষ্ণু ছিল এই গ্রাম। জন কোলাহলে মেতে থাকতো। আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত বেনাগ্রাম। ধ্বংসস্তূপের মুখে দাঁড়িয়ে থাকা এই গ্রামে শুধুমাত্র লক্ষ্মীপুজোর দিন মানুষজন গ্রামে আসেন।

কোজাগরী লক্ষ্মী পুজোতে আবারো যেন প্রাণ ফিরে পেয়েছে এই গ্রাম। শুধু একদিনের জন্যই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ২৫ আগে এই গ্রাম ছেড়ে চলে যান এখানকার বাসিন্দারা। তখন এই গ্রামে ছিল না বিদ্যুৎ,পানীয় জল, রাস্তা। সঙ্গে ভূতের আতঙ্ক।

তাই এই গ্রাম ফাঁকা হতে থাকে।তাদের কুলোদেবী মা লক্ষী। তাই পুজোর দিন পরিবারের সকলকে নিয়ে গ্রামে আসেন এখানকার বাসিন্দারা। পুজো মিটলেই ফের অন্যত্র ফিরে যাওয়া। আবার শূন্য হয়ে যায় গ্রাম। ভগ্ন অবস্থায় দাড়িয়ে থাকে গ্রামের সারি সারি বাড়ি।

Free Access

Related Articles