রাজ্যের খবর

দলছুট দাঁতাল হাতির গ্রামে প্রবেশে আতঙ্কিত এলাকাবাসী

Residents are afraid of the elephants entering the village of Dalchut Dantal

The Truth Of Bengal: শিলিগুড়ি মহকুমার গুমনাবস্তিতে ঢুকে পড়ল দুটি দাঁতাল হাতি। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। সূত্রের খবর, বুধবার সকালে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গুমনাবস্তিতে দুটি দাঁতাল হাতি দলছুট হয়ে ঢুকে পড়ে। দাঁতালের গর্জন শুনে এলাকাবাসীরা বাইরে বেরিয়ে এসে দেখে দুটি হাতি ইতিমধ্যেই ঢুকে পড়েছে গ্রামে। এরপর স্থানীয়রা আতঙ্কিত হয়ে তড়িঘড়ি বনদপ্তরকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা।

এরপর, বনদপ্তরের কর্মকর্তারা গোটা এলাকায় বনকর্মী মোতায়েন করেন। অপরদিকে হাতির আতঙ্কে আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। বনদপ্তর সূত্রে খবর, হাতি দুটিকে জঙ্গলে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে।

FREE ACCESS

Related Articles