বাড়ির সামনে উদ্ধার বিরল প্রজাতির কচ্ছপ, জলপাইগুড়িতে চাঞ্চল্য
Rescued rare species of turtle in front of the house

The Truth Of Bengal : জলপাইগুড়ি : গভীর রাতে বাড়ির সামনে চলে আসলো বিরল প্রজাতির কচ্ছপ। জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া জগন্নাথ কলোনী এলাকার ঘটনা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, জলপাইগুড়ি জেলার অন্তর্গত পান্ডাপাড়া জগন্নাথ কলোনী এলাকার বাসিন্দা রবি হাজরা রাতে ঘর থেকে বেরিয়ে বাইরে আসেন। সেই সময় তিনি একটি বিরল প্রজাতির কচ্ছপকে দেখতে পান। কচ্ছপটিকে উদ্ধার করে বাড়িতে রাখেন তিনি। এরপর গ্ৰীণ জলপাইগুড়ি নামে পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেন। রাতেই খবর পেয়ে সেখানে ছুটে যান স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস ও দপ্তর সম্পাদক সৌরভ পাল।
রবি হাজরা বলেন, “কোনোদিন দেখিনি আজকে প্রথম বাড়ির সামনে দেখলাম। এরপর স্বেচ্ছাসেবী সংস্থাকে খবর দেই।”
স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাস জানান,”আমরা কচ্ছপটিকে আপাতত আমাদের হেফাজতে রাখছি। শনিবার বন দপ্ততরের হাতে তুলে দেওয়া হবে।” স্থানীয়দের একাংশের অনুমান একটানা বৃষ্টির কারণে কচ্ছপটি কোনোভাবে ঐ এলাকায় চলে এসেছে।