বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু,খুশি ডুয়ার্সের মেটেলি ব্লকের মানুষ
Mateli block of Duars

The Truth of Bengal: দীর্ঘদিনের বেহাল রাস্তার কাজ শুরু হল। ডুয়ার্সের মেটেলি ব্লকের আইভিল চা বাগানের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হল। বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় খুশি এলাকাবাসী। আইবিল চা-বাগানে ফিতে কেটে ওই রাস্তার কাজের সূচনা করা হয়। আইবিল চা বাগানের ফ্যাক্টরি থেকে জরিপ লাইন হয়ে সাতখাইয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কার করা হবে।
এতদিন রাস্তার রাস্তার বেহাল দশার জন্য মানুষকে ঘুরপথে চালসায় যাতায়াত করতে হতো। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার সংস্কার করা করার। অবশেষে তাদের দাবি পূরণ হলো। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় দুই কিলোমিটার ওই রাস্তার সংস্কারের অনুমোদন হয়েছে বলে জানা গেছে।
এদিন সেই রাস্তার কাজের সূচনা করতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি, মাটিয়ালী পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, সহ-সভাপতি বিদ্যা বারলা, সদস্য মাহিন রায়,শান্তি নায়েক, সুধা রায় কুজুর, নাগরাকাটার প্রাক্তন বিধায়ক জোসেফ মুন্ডা সহ অনেকে।