রাজ্যের খবর

তিনটি রাস্তার সংস্কার রাজগঞ্জে, মোট বরাদ্দ পাঁচ কোটি টাকা

Renovation of three roads in Rajganj

The Truth of Bengal: শুধু শহরে নয়, গ্রামের দিকেও রাস্তার ফেরাতে লক্ষ্য নিয়ে এগিয়ে চলে তৃণমূল কংগ্রেস সরকার। আগের থেকে এখন অনেক ভাল হয়েছে গ্রামের রাস্তাঘাট। নতুন রাস্তা তৈরি করার পাশাপাশি অনেক রাস্তার সংস্কার হয়েছে। আরও অনেক নতুন রাস্তা গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে সরকার। এবার জলপাইগুড়ির রাজগঞ্জে পাঁচ কোটি টাকা বরাদ্দে তিনটি রাস্তার কাজ হতে চলেছে। পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্যজুড়ে কাজ চলছে রাস্তার। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন এজেন্সির অর্থ তহবিল থেকে জলপাইগুড়ি জেলার  রাজগঞ্জে তিনটি রাস্তার শিলান্যাস হল।

শিলান্যাস করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার। রাজগঞ্জ ব্লকের পানিকউরি গ্রাম পঞ্চায়েতের ফাটাপুকুরে দের কিলোমিটার, মান্তাদাড়ি গ্রাম পঞ্চায়েতের মিলনপল্লিতে দের কিলোমিটার ও টাকিমারি গ্রামে এক কিলোমিটার রাস্তার কাজ হবে। আগের সরকারের আমল থেকে এই রাস্তাগুলি বেহাল অবস্থায় ছিল। বারবার দাবি জানানো সত্ত্বেও এলাকার মানুষ পাচ্ছিল না নতুন রাস্তা। অবশেষে এলাকাবাসীর দাবি পূরণ করতে এগিয়ে এল রাজ্যের  বর্তমান সরকার।

পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন এজেন্সির অর্থ তহবিল থেকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্ধ করা হয়েছে রাস্তাগুলি পাকা করার জন্য। এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার জানান, গ্রামের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তাগুলি বেহাল থাকার কারণে চরম অসুবিধার মধ্যে পড়ত এলাকার মানুষ। তাঁদের কথা চিন্তা করে গ্রামীণ উন্নয়ন এজেন্সির অর্থ তহবিল থেকে প্রায় পাঁচ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। রাস্তাগুলি পাকা হলে গ্রামের মানুষ অনেক উপকৃত হবেন। সব থেকে উপকৃত হবেন এলাকার কৃষকরা। ফসল নিয়ে তাঁরা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন বাজারে। অনেক দিনের যন্ত্রণা থেকে মুক্তি মিলতে চলেছে এলাকার মানুষের।

Related Articles