রাজ্যের খবর
Trending

রেমালের তাণ্ডবে বৃদ্ধার প্রাণ গেল মৌসুনি দ্বীপে

Remal's rampage killed the old woman in Mausuni Island

The Truth Of Bengal : রেমালের তাণ্ডবে প্রাণ গেল এক বৃদ্ধার। নাম রেণুকা মণ্ডল। দক্ষিণ ২৪ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতের বাগডাঙার বাসিন্দা ওই বৃদ্ধার বাড়ির ওপর গাছ ভেঙে পড়ে। তাতেই মৃত্যু হয় তাঁর। ওই এলাকা থেকে অনেক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল তবে ওই বৃদ্ধাকে কেন নিরাপদ আশ্রয়ে সরানো হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠছে।

রেমালের তাণ্ডব চলাকালীন বছর আশির ওই মহিলা নিজের ঘরেই ছিলেন। সোমবার সকালে আচমকা তাঁর ঘরের ওপর বড় গাছ ভেঙে পড়ে। তাতে প্রাণ যায় বৃদ্ধার। রবিবার রাতে রেমালের বলি হন কলকাতার এক ব্যক্তি। ১৫ নম্বর বিবিরবাগান এলাকায় শেখ সাজিদ নামে এক ব্যক্তি পাশের বিল্ডিং থেকে উড়ে আসা চাঙড়ে আঘাত পান। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত নীলরতন সরকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত রেমালের তাণ্ডবে প্রাণ হারালেন ২ জন।

ঘূর্ণিঝড় রেমাল রবিবার রাতে আছড়ে পড়ে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী মোংলার কাছে। বর্তমানে রেমাল শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। রেমালের জেরে সকাল থেকেই ঝোড়ো হাওয়া চলছে দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায়। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারাদিন ঝড়বৃষ্টি চলবে। নদিয়া, মুর্শিদাবাদে দুর্যোগ বেশি থাকবে। ওই দুই জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা-সহ দক্ষিণের অন্য জেলাগুলিতে রেমালের জের চলছে সকাল থেকে।

Related Articles