কলকাতারাজ্যের খবর

নিম্নচাপের জেরে বৃষ্টিস্নাত গোটা রাজ্য, উত্তরবঙ্গে জারি লাল সতর্কতা

Red alert issued in North Bengal due to low pressure

Truth Of Bengal: নিম্নচাপের কারণে মঙ্গলবার থেকে কলকাতা সহ একাধিক জেলায় একটানা বৃষ্টি চলছে। বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা সহ বেশ কিছু বৃষ্টিস্নাত হয়েছে, হালকা বৃষ্টি হলেও তা যেন থামার নামই নিচ্ছে না। আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতা সহ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এবং দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারিবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং-সহ পার্বত্য এলাকাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে খারাপ আবহাওয়ার জেরে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ সহ উত্তরবঙ্গের মালদহ, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সাথে বজ্র বিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে৷ কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হুগলি, নদিয়া ও ঝাড়গ্রামেও বৃষ্টি হবে বলে জানা গিয়েছে৷ আবহাওয়া দফতর সূত্রের খবর, সকালের দিকে ভারী বৃষ্টি সহ্য করতে হলেও বেলার দিকে বেশ কিছু জেলায় বৃষ্টির গতিবেগ কমে যাবে।

Related Articles