রাজ্যের খবর

ঝাড়গ্রামে ১০ বছরের পুরনো ঐতিহ্যবাহী বাসন্তী পুজোয় রেকর্ড ভিড়

Record crowd at 10-year-old traditional Basanti Puja in Jhargram

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম :  চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই নবরাত্রির সপ্তমী থেকে নবমী, তিন দিন ধরে চলে বাসন্তী পুজো। ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের কালরুই গ্রামে মহা ধূপধামে পালিত হচ্ছে বাসন্তী পুজো।

বিগত ১০ বছর ধরে সুবর্ণরেখা নদীর তীরে এই পুজোর আয়োজন করে আসছে তিরঙ্গা স্পোর্টিং ক্লাব। পুজো কমিটির সম্পাদক সুব্রত পাত্র জানালেন, “পুজোর জন্য গাড়ি ঘেরা এবং দোকানে দোকানে গিয়ে টাকা আদায় দেয় করা হয় না। স্বতঃস্ফূর্তভাবে গ্রামবাসীরা ও সদস্যরা যে যার মত টাকা দেয় এবং সেই টাকাতেই পূজো হয়। পুজোর কটা দিন গ্রামবাসীরা মেতে ওঠেন এক অন্য আনন্দে। পুজো উপলক্ষ্য প্রতিবছরের মতো এ বছরও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবছর বাউল গানের অনুষ্ঠান রাখা হয়েছে।”

Related Articles