আগে সংবিধানটা পড়ুন, শুভেন্দুকে কটাক্ষ কল্যাণের
Read the Constitution first, Kalyan's sarcastic remark to Shuvendu

Truth Of Bengal: সম্প্রতি মুসলিম এমএলএদের ছুড়ে ফেলে দেওয়ার যে নিদান দিয়েছেন শুভেন্দু অধিকারী। সে বিষয়ে বলতে গিয়ে এবার মুখ খুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে শ্রীরামপুরে এক অনুষ্ঠানে গিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, মঙ্গলবার তৃণমূলের সংখ্যালঘু বিধায়কদের হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ধর্মের নামে রাজনীতি নিয়ে বুধবার ফের উত্তাল হয়েছিল বিধানসভা। এবার শুভেন্দুর সেই হুঁশিয়ারি প্রসঙ্গে সুর চড়ালেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দোলের সকালে এবিষয় তিনি শুভেন্দুর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, শুভেন্দু অধিকারী যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলে বেড়াচ্ছে, যদি না হাইকোর্টের আশীর্বাদ ওর উপর থাকতো তাহলে শুভেন্দু এতদিন জেলে বসে থাকত।
তিনি আরও বলেন, “যে নেতা ধর্মে ধর্মে বর্ণে বর্ণে লড়াই লাগিয়ে দেন সে আবার নেতা কি? নেতা হতে গেলে আগে সংবিধানটাকে জানতে হবে।“ কল্যাণ বাবু বলেন “আমি বলে যাচ্ছি শুভেন্দু বিধায়ক হিসেবে মেয়াদ আর এক বছর। সামনে ২৬ শে ভোট আসছে, সেই ভোটে সে কিছুতেই জিততে পারবে না। কারণ ও সব সময় নেগেটিভ পলিটিক্স করে, এখনও আরএসএস-এর কাছাকাছি আসতে চাইছে তবে। আপনাদের আমি পরিষ্কারভাবে জানি জানাচ্ছি যে দিল্লির বিজেপির অনেক বড় বড় নেতা আছেন যারা শুভেন্দুকে মোটেই পছন্দ করেন না।”