রাজ্যের খবর

রাসে নয়া উদ্যোগ শান্তিপুর পঞ্চাননতলার, এবারের ভাবনা ময়ুর মন

Ras's new initiative is Shantipur Panchanantala, this time the idea is Mayuri Man

Truth Of Bengal: নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যমন্ডিত রাস উৎসবের আকর্ষণীয় এক পুজো মন্ডপের উদ্বোধন করলেন চলচ্চিত্র জগতের স্বনামধন্য অভিনেতা বিভান ঘোষ। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নদীয়ার শান্তিপুরের ঐতিহ্যমন্ডিত ভাঙারাস। তবে এই রাস উৎসব উপলক্ষে শান্তিপুরের আনাচে-কানাচেতে একের পর এক আকর্ষণীয় পুজো মন্ডপ তৈরি করা হয় দর্শনার্থীদের আকর্ষণ করার উদ্দেশ্যে।

যার মধ্যে অন্যতম নাম রয়েছে শান্তিপুর পঞ্চাননতলা ওয়াইএমএসএ ক্লাব। এবছর তাদের পূজা মন্ডপের  সজ্জা (ময়ুর মন) সোলা এবং সোনালী সুতো দিয়ে সুদক্ষ এবং নিপুন কাজে শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। আর এই পুজো মণ্ডপ দেখার জন্য ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় জমেছে। বৃহস্পতিবার রাতে এই পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করতে এসেছিলেন কলকাতার চলচ্চিত্র জগতের বিশিষ্ট অভিনেতা বিভান ঘোষ, সাথে ছিলেন শান্তিপুর বিধানসভার তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী সহ অন্যান্যরা।

প্রদীপ প্রজ্জ্বলন ও ফিতে কেটে পুজো মন্ডপের শুভ উদ্বোধন করেন বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী ও অভিনেতা বিভান ঘোষ। পুজো উদ্যোক্তাদের কথায় এ বছর ওয়াই এমএসএ ক্লাবের পুজো ৪৩ তম বর্ষে পদার্পণ করেছে। উদ্যোক্তাদের তিন মাসের প্রচেষ্টায় এই পুজো মণ্ডপ তৈরি করা গেছে। তবে রাস উৎসবের এই পুজো মন্ডপ দর্শনার্থীদের মনে দাগ কাটবে,  বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অন্যদিকে শান্তিপুরের রাস উৎসব কে হেরিটেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফে, যার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেতা।

Related Articles