রাজ্যের খবর

নিজের মেয়েকে ধর্ষণ! গণধোলাই দিয়ে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

Rape own daughter! The locals handed over the accused to the police in a mob

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, বারুইপুর: মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। গ্রেফতার বাবা। বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিযোগ, মা বাড়িতে না থাকার সুযোগে দিনের পর দিন ধর্ষণের শিকার নাবালিকা মেয়ে।

নাবালিকা মেয়ের অভিযোগ, রবিবার রাত্রে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন বাবা , বাড়িতে মা না থানার সুযোগে মেয়েকে রাত ভোর ধর্ষণ করে। ভোরের আলো ফুটতেই, ঘর থেকে কোন ক্রমে বেরিয়ে, প্রতিবেশীদের জানায় নাবালিকা। ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবেশীরা জড়ো হয় এলাকায়।

বাড়ি থেকে বের করে শুরু হয় মারধোর। ঘটনার খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত বাবাকে উদ্ধার করে। নাবালিকাকে উদ্ধার করে শারীরিক পরীক্ষার জন্য পাঠায় বারুইপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘ দুমাস ধরে মাঝে মধ্যেই মা না থাকার সুযোগে নাবালিকা মেয়েকে ধর্ষণ করতো বাবা। ভয়ে লজ্জায় কাওকে বলেনি, গতকাল চরম অত্যাচারের শিকার হয় ওই নাবালিকা। ধর্ষণের কথা প্রতিবেশীকে জানাতেই অভিযুক্তকে বাড়ির সামনে বেঁধে রাখে। দেওয়া হয় গণধোলাই।

খবর পেয়ে পুলিশ অভিযুক্ত কে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করায়। নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ।

Related Articles