রাজ্যের খবর

বকেয়া আদায়ে বিক্ষোভ রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে! সিটু সমর্থিত শ্রমিকদের

The Truth Of Bengal, উজ্জ্বল দাসগুপ্ত,পশ্চিম বর্ধমান, আসানসোল,রানিগঞ্জ: রানিগঞ্জের বল্লভপুর পেপার মিল গত তিনমাস ধরে বন্ধ রয়েছে। তারফলে কারখানার তিন’শো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। শনিবার কারখানার গেটে শ্রমিকদের বকেয়া আদায় সহ অবিলম্বে কারখানা খোলার দাবিতে বাম শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। যার নেতৃত্বে ছিলেন বাম নেতা হেমন্ত প্রভাকর। এদিনের এই বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, তিনমাস ধরে কারখানা বন্ধ রয়েছে। অথচ এখানকার সাংসদ শত্রুঘ্ন সিনহা বা বিজেপির পেপার মিলের শ্রমিকদের নিয়ে কোনো মাথা ব‍্যাথা নেই। যাহা দিদি,তাহাই মোদী।

তারা চাইছে শ্রমিকদের উপেক্ষা করে শ্রমিকদের কোমর ভেঙে দিতে। আসলে তারা কর্পোরেটের দালাল। তাই এতদিনে একবারও শ্রমিকদের পাশে এসে দাঁড়ানোর সময় হয়নি সাংসদের। অন‍্যদিকে বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া এতদিন দুর্গাপুরের সাংসদ থেকে দুর্গাপুরকে শ্মশানে পরিণত করেছেন। আজ এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে এসে জে কে নগর কারখানার কথা বলছেন। আরে জে কে নগর কারখানাতো বাজপেয়ির সরকারই বিক্রি করে দিয়েছে। কারখানা খোলার নামে এরা সবাই নাটক করছে। যেমন হিন্দুস্থান কেবলস কারখানা নিয়ে বাবুল সুপ্রিয় নাটক করে গিয়েছেন।

শনিবার তারা হুড খোলা জিপে চেপে ভোট ভিক্ষায় বেরিয়ে ভাবছেন সংসদে প্রবেশ করবেন। তাদের দেশের বেকারত্ব নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যের মূলবৃদ্ধি পেট্রপণ‍্যের মূল‍্যবৃদ্ধি এসব বিষয় নিয়ে কোনো মাথা ব‍্যাথা নেই। তারা সব পরিযায়ী সাংসদ। তাই তাদের একটিও ভোট দেওয়া হবেনা। তাদের দাবি অবিলম্বে এই পেপার মিল খোলার ব‍্যবস্থা করতে হবে ও শ্রমিকদের বকেয়া টাকা প্রদান করতে হবে।

Related Articles