রানাঘাট পুলিশের বড়সড় সাফল্য, উদ্ধার ৯৯৪ বোতল ফেনসিডিল
Ranaghat police make big success, recover 994 bottles of Phensedyl

Truth Of Bengal: নদিয়া জেলার চাকদা থানার অন্তর্গত পালপাড়া পাঁচ পোতার মোড়ে একটি ছোটো গাড়ি কে সন্দেহবশত দাঁড় করায় পুলিশ। সেই গাড়িতে তল্লাশি চালালে উদ্ধার হয় ৯৯৪ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ।
মঙ্গলবার মধ্য রাতে নদিয়ার চাকদা থানা ও রানাঘাট পুলিশ ডিস্টিকের ক্রাইম ব্রাঞ্চের যৌথ উদ্যোগে চলছিল ১২ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি। আর সেই সময় নদীয়ার কল্যাণী থেকে কৃষ্ণনগর গামী একটি দ্রুত গতিতে আসা একটি ছোটো গাড়িকে আটকানোর চেষ্টা করে পুলিশ প্রশাসন। কিন্তু, পুলিশকে দেখে গাড়িটি পালপাড়া স্টেশনের রাস্তার দিকে দ্রুত গতিতে এগিয়ে যায়। তারপরেই চাকদা থানার কর্তব্যরত পুলিশ আধিকারিক গাড়িটিকে দেখতে পেয়ে ধাওয়া করে।
পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটি যখন ১২নম্বর জাতীয় সড়কের দিকে ঘুরে আসতে গেলে পাঁচপোতা পাল পাড়ার মোড়ে গাড়িটি কে আটক করে রানাঘাট ক্রাইম ব্রাঞ্চের কর্তব্যরত আধিকারিকেরা। এরপর গাড়িতে থাকা দুজন ব্যক্তিকে বাইরে আসতে বললে শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি। তারপর পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালাতে গেলে যথাযথ ওই দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। অন্যদিকে ধস্তাধস্তির কারণে গুরুতর আহত হয় কিছু পুলিশ কর্মী। তাদেরকে পাঠানো হয় নদীয়ার চাকদহ হাসপাতালে।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নদিয়ার চাকদা থানা ও রানাঘাট পুলিশ জেলার ক্রাইম ব্রাঞ্চের পুলিশ। গাড়িটি কোথা থেকে আসছিল এবং কোথায় যাচ্ছিলো, তাছাড়াও পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হচ্ছিলো তা এখনো পর্যন্ত অজানা পুলিশের কাছে।