রামনবমীর শোভাযাত্রায় দুষ্কৃতীদের ইট বৃষ্টি! জখম ৪! রণক্ষেত্র এলাকা
Ramnavami procession of criminals raining bricks! Injury 4! battlefield area

The Truth of Bengal, শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: বুধবার সন্ধ্যায় রামনবমীর শোভাযাত্রা এগরার কলেজ মোড় দিয়ে যাওয়ার সময় শোভাযাত্রা লক্ষ্য করে ইঁট ও পাথর ছোড়া হয় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনা স্থলে যায়। পুলিশ লাঠি চার্জ করতে বাধ্য হয়। টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের। ঘটনায় ৪ জন রামভক্তকে আটক করে পুলিশ।
এই ঘটনার খবর পেয়ে বিজেপির মেদিনীপুর লোকসভার এগরা বিধানসভা মেদিনীপুর লোকসভার অধীনে, অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে এসে পৌঁছান। এগরা থানার পুলিশের সাথে দেখা করতে গেলে পুলিশের তরফে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বাক- বিতন্ডায় জড়িয়ে পড়েন অগ্নিমিত্রা পাল। তিনি অভিযোগ করেন, “পুলিশ দুষ্কৃতীদের আটক না করে রামভক্তদের আটক করেছে!” ধৃতদের ছাড়ার দাবীতে এগরার ত্রিকোণ পার্কে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রাত থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বেলদা- কাঁথি রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখায় রামভক্ত ও বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা।