রাজ্যের খবর

রাখিকে আকর্ষণীয় করতে আনা হচ্ছে অভিনবত্ব

Rakhi Bandhan calibration

The Truth of Bengal: বুধবার রাখি বন্ধন উত্সব।বাংলা ছাড়িয়ে এখন বিশ্বের নানা প্রান্তে থাকা সংস্কৃতিবান মানুষ এই বাঁধনে সম্পর্ককে শক্তিশালী করতে চান।ভাইয়েদের হাতে রাখি পরিয়ে বোনেরা সামাজিক বন্ধনকে শক্তিশালী করেন।আর এই বাঙালির ঐতিহ্যের অনুষ্ঠানকে অন্যরকম ছোঁয়া দিতে শিল্পীদের এক্সপেরিমেন্টের শেষ নেই।জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের আত্মিক সম্পর্ককে আরো নিবিড় করার কাজকে শিল্পকর্মে ভরিয়ে তুলতে চান শিল্পীরা।

অব্যবহৃত জিনিস দিয়েই ভাদ্রের পূর্ণিমায় তাঁরা রঙিন রাখি উপহার দিতে চান গৌরব সরকার। এখানে ফুল দিয়ে তৈরি রাখী যেমন রয়েছে, তেমনই  রয়েছে রকমারি রংবেরঙের জরি,পুঁথি, ছোট বড় কাঁচ, পাথর দিয়ে তৈরি রাখী ছাড়াও মাটির উপর টেরাকোটার তৈরি রাখীর সম্ভার বৈচিত্রের ভাঁড়ারকে অলঙ্কিত করছে। এদি্কে,  লজেন্সের ওপর রাখি বানিয়ে সাড়া ফেলেছেন নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর রানা প্রতাপ লেনের বাসিন্দা রিয়া বিশ্বাস ।

রিয়া স্থানীয় ডিএল রায় কলেজ থেকে বাংলায় এমএ পাস করার পর চাকরি খোঁজার পাশাপাশি ঘরে বসে ফেব্রিক মেটাল কার্ডবোর্ডকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের জুয়েলারি থেকে শুরু করে শোপিস তৈরি করেন। এছাড়াও সেলাইয়ের মাধ্যমে জামা কাপড়ে কলকা আঁকেন। অবসর সময়ে নিজের শখ মেটানোর পাশাপাশি এইসব ছোটখাটো হস্তশিল্পের মাধ্যমে রোজগারও করেন তিনি। রাখি বন্ধন উৎস উপলক্ষে এবার তিনি তৈরি করেছেন লজেন্সের রাখী। যা কিনা ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে, কৃষ্ণনগর ছাড়াও আশেপাশের বিভিন্ন এলাকায়। লজেন্সের রাখী তৈরি করে ভালো অর্ডার পাচ্ছেন বলেও জানান রিয়া।

Related Articles