রাজ্যের খবর

রেমালের প্রভাবে ঝাড়গ্রামে শুরু বৃষ্টি, পরিস্থিতির উপর নজর প্রশাসনের

Rain started in Jhargram under the influence of Remal, the administration is monitoring the situation

The Truth Of Bengal : রেমালের প্রভাবে ঝাড়গ্রামে শুরু বৃষ্টি, পরিস্থিতির উপর নজর প্রশাসনের। রেমালের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে ঝাড়গ্রামে। সোমবার সকাল থেকেই ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ‘রেমাল’। রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে। তেমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। রেমালের ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। ভয়ঙ্কর ঘুর্নিঝড় রেমালের আতঙ্কে ঝাড়গ্রাম। আবহাওয়া দফতরের খবর অনুযায়ী উপকূলের এলাকায় প্রভাব ফেলতে পারে ঘুর্নিঝড় রেমাল। রেমালের মোকাবিলা করতে রবিবার ঝাড়গ্রাম জেলা প্রশাসনের কর্তাদের নিয়ে জরুরি বৈঠক হয়েছে। জরুরি ব্যবস্থা নিতে এই বৈঠক বলে জানা গেছে।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল, বেলেবেড়া, নয়াগ্রাম ও গোপীবল্লভপুর সহ আটটি ব্লক প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে দুর্গত মানুষের জন্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় ইত্যাদি তৈরি রাখতে। দুর্গতদের জন্য শুকনো খাবার, জলের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এদিকে রিমেলের প্রভাব না থাকলেও সকাল থেকে ঝাড়গ্রাম জেলায় নিম্ন চাপের জেরে শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়া দফতর থেকে জানা গেছে। সুবর্ণরেখা নদী পার্শ্ববর্তী সাঁকরাইল,বেলেবেড়া, নয়াগ্রাম, গোপীবল্লভপুরের মানুষজন কে সতর্ক করতে চলছে মুহুর্মুহু মাইকে ঘোষণা।

Related Articles