রাজ্যের খবর

শহরে ফের বৃষ্টির ভ্রূকুটি, উত্তর-দক্ষিণে বৃষ্টির সম্ভাবনা

Rain looms again in the city, possibility of rain in the north and south

Truth Of Bengal: মার্চেই গরমে হাঁসফাঁস দশা। চড়া রোদে রীতিমতো অস্বস্তিতে সাধারণ মানুষ। তবে এপ্রিলের শুরুতেই তীব্র গরম থেকে সাময়িকভাবে স্বস্তি মিলবে। ফের স্বস্তির বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। একটানা একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বঙ্গে বৃষ্টির ভ্রূকুটি। বৃহস্পতিবার থেকে রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাস। পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকেই। পার্বত্য এলাকার বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি।

সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই ছিল মেঘলা আকাশ। একই সঙ্গে বাতাসে বেড়েছে জলীয় বাষ্পের পরিমাণ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী দু দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আজও উত্তরবঙ্গের প্রায়ই অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। শুক্রবার থেকে উত্তরবঙ্গের উপরের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হওয়া।

চৈত্র মাসের প্রথম দিকেই ভ্যাপসা গরমে রীতিমতো হাঁসফাঁস করছিল শহর থেকে জেলা। এবার চৈত্রের শেষ লগ্নে এসে বৃষ্টির পূর্বাভাসের কথা জেনে কিছুটা স্বস্তি পেয়েছে শহরবাসী। দক্ষিণের জেলাগুলির পাশাপাশি পশ্চিমের কিছু জেলায় আগামী কয়েক দিন দু এক জায়গায় কালবৈশাখী মত পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক ক্ষেত্রে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা ২৬ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরের মধ্যে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

Related Articles