আজ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি! মঙ্গল থেকে বাড়তে পারে বৃষ্টির গতি
Rain in 7 districts of South Bengal today! Rain speed may increase from Tuesday

The Truth Of Bengal: সম্প্রতি কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বৃষ্টি মাঝে মাঝেই নজর কাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সামনের সাতদিন ঝমঝমিয়ে ভিজতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। পূর্বাভাসে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজও ভারী বর্ষণের সম্ভাবনা নেই।
সপ্তাহের শুরুতে তথা সোমবারই ভিজতে পারে দক্ষিণের একাধিক জেলা। আজ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান সহ পশ্চিম বর্ধমান জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাসও রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির গতিবিধি বাড়ার সম্ভাবনা। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ভিজতে পারে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান সহ বীরভূম জেলা।
কলকাতা ও কলকাতা সংলগ্ন এলাকায় আজ সাধারণভাবে মেঘলা আকাশ থাকবে। হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। কলকাতা শহরে আজ সর্বোচ্চ ৩২ এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও কালিম্পং জেলায়ও হতে পারে ভারী বৃষ্টি। এই দুই জেলা ছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। আপাতত উত্তরের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলার কথা রয়েছে।