ছট পুজোর জন্য ৫০০স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ
Railway authorities to run 500 special trains for Chhath Puja

Truth Of Bengal: বৃহস্পতি ও শুক্রবার রয়েছে ছটপুজো।ভারতের নানা প্রান্তের মানুষ এই পবিত্র উত্সবে অংশ নিয়েছেন।উত্সবপ্রেমীদের কথা মাথায় রেখে রেল প্রশাসন আরও ৫০০স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে।রেল বোর্ডের তরফ থেকে ঘোষণা করা হয়েছে,যাত্রীদের সুবিধার্থে এই স্পেশাল ট্রেন চালানো হবে।সমস্তিপুর,দানাপুর ডিভইসন সহ অন্যান্য ডিভিসনে এই ট্রেনগুলো চলাচল করছে।
এছাড়াও আরও কিছু ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের তরফ থেকে জানানো হয়এছে, ছট পুজো উপলক্ষে রবিবার আসানসোল থেকে বিশেষ দুটি ট্রেন যাত্রা করেছে। যাতে হাজার হাজার মানুষ পাটনা-গোরক্ষপুর গিয়েছেন। উৎসবের মরশুমে বিহার এবং উত্তরপ্রদেশের বাসিন্দাদের ঘরে ফেরার জন্য, এই বিশেষ ট্রেন দুটির বন্দোবস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।
অতিরিক্ত ট্রেন চলাচল করায় স্বস্তিতে যাত্রীরা। উত্সবপ্রেমীদের সুবিধার জন্য এই বাড়তি ট্রেন দেওয়ায় সব অংশের মানুষই বেশ খুশি।