কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মাল গাড়ির ধাক্কা, রেল দুর্ঘটনায় চালু হেল্পলাইন নাম্বার
Railway accident helpline numbers

The Truth Of Bengal : ফিরলো করমন্ডলের স্মৃতি। ভয়াবহ ট্রেন দুর্ঘটনা শিলিগুড়ির রাঙাপানি স্টেশনের কাছে। বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। ট্রেনের ভিতরে আটকে একাধিক যাত্রী। প্রাথমিকভাবে পাঁচ জন যাত্রীর মৃত্যুর খবর সামনে আসছে। স্বাভাবিকভাবেই উদ্যোগে যাত্রীদের পরিবার-পরিজনরা। নিউ জলপাইগুড়ি ও শিয়ালদহ স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেক্স। একই সঙ্গে শিয়ালদা স্টেশনে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস-এ সফর যাত্রীদের পরিজনরা হেল্প লাইন নাম্বার ও কন্ট্রোল রুমে এসে যোগাযোগ করতে পারেন।
হেল্প লাইন নাম্বার গুলি-
৯১৬২৮৭৮০১৭৫৮ (নিউ জলপাইগুড়ি)
০৯০০২০৪১৯৫২ (কাটিহার)
৯৭৭১৪৪১৯৫৬
৬২৮৭৮০১৮০৫ (কির স্টেশন)
০৩৩-২৩৫০৮৭৯৪
০৩৩-২৩৮৩৩৩২৬
০৩৩- ১২৭৩১৬২১/২২/২৩ (গোয়াহাটি)
০৩৬৭৪২৬৩৯৫৮ (এলএমজি)
০৩৬৭৪২৬৩৮৩১
০৩৬৭৪২৬৩১২০
০৩৩২৬৪১৩৬৬০(হাওড়া)
০৩৩-২৬৪০২২৪২
০৩৩-২৬৪০২২৪৩
সিগন্যালিং সমস্যার জেরেই দুর্ঘটনা? উঠছে একাধিক প্রশ্ন। প্রাথমিকভাবে ৩০ জন যাত্রী আহত বলে মনে করা হচ্ছে। বন্ধ ঐ শাখার ট্রেন চলাচল। একেই ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। তারই মাঝে ট্রেন দুর্ঘটনার ফলে রেলপথে উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ বিঘ্ন ঘটার আশঙ্কা।