রাজ্যের খবর

রান্নাঘরের চালে অজগর! এলাকায় আতঙ্ক

Python on kitchen ceiling! Panic in the area

Truth Of Bengal: জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের দক্ষিণ ধুপঝোরা ভাটিয়াপাড়া এলাকায় ঘটে গেল এক রোমহর্ষক ঘটনা। বুধবার সকালে স্থানীয় বাসিন্দা স্বপন চন্দের বাড়ির রান্নাঘরের চালে আচমকা দেখা যায় এক বিশাল আকৃতির অজগর সাপ। রান্নাঘরে ঢুকে চুপচাপ চালের উপর ঘাপটি মেরে বসেছিল সেই অজগর। এমন দৃশ্য দেখে স্বপনবাবুর পরিবারের সদস্যরা চরম ভয় ও আতঙ্কে পড়ে যান।

পরিবারের লোকজন তৎক্ষণাৎ বিষয়টি ধূপঝোড়া বিট অফিসে জানালে সেখান থেকে বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান। বনকর্মীরা সাপটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করার পর গরুমারা জঙ্গলে ছেড়ে দেন।

উল্লেখযোগ্য বিষয় হল, এই এলাকাটি গরুমারা জাতীয় উদ্যানের একেবারে সংলগ্ন হওয়ায়, প্রায়ই বনজঙ্গলের বন্যপ্রাণীরা লোকালয়ে ঢুকে পড়ে। এর আগেও এই অঞ্চল থেকে একাধিকবার অজগর ও কিং কোবরা প্রজাতির সাপ উদ্ধার হয়েছে।

বনকর্মীরা জানিয়েছেন, গরুমারা জঙ্গল বিস্তৃত হওয়ার পাশাপাশি এলাকায় মানুষের বসতি ক্রমশ বেড়ে যাওয়ায়, বনজ প্রাণীদের স্বাভাবিক গতিবিধি বাধাগ্রস্ত হচ্ছে, যার ফলে তারা প্রায়ই আশপাশের লোকালয়ে চলে আসছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে স্থানীয় বাসিন্দাদের সচেতন থাকার পাশাপাশি বনদফতরের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনাটি এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করলেও, বনকর্মীদের দ্রুত পদক্ষেপ ও দক্ষতায় তা সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে।

Related Articles