রাজ্যের খবর

২২বছর ধরে গাছের ওপর বাস করছেন মাচানবাবা !

Puja package tours are arranged by the Transport Department

Truth of Bengal,মাধব দেবনাথ: সাধু-সন্তদের দেশ ভারতবর্ষ। এদেশে সাধুদের নানা নামে ডাকা হয়।কারুর নাম সাই বাবা, সত্য বাবা, কারুর নাম আবার লালবাবা। আর সেই সাধুদের মধ্যে নবদ্বীপের শ্যামল সাধুর সবুজ গাছের বসতি গড়ার কাহিনী দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। কারণ টানা ২২বছর ধরে গাছের উপর বসবাস করছেন তিনি। তাই তাঁর নাম দেওয়া হয়েছে মাচানবাবা। একেবারে প্রকৃতির কোলে কৃচ্ছ্যসাধন করেন এই গাছবাবা। তাঁর এই জীবন দর্শন চৈতন্যভূমি ছাড়িয়ে অন্যত্র আলোচিত হচ্ছে।

বিষধর সাপ থেকে নানা প্রাণী তাঁর কাছে আসে। গাছের ওপর রয়েছে পাখপাখালি। সবাইকে তিনি আপন করে নেন।ভালোবাসার জাদুমন্ত্রে বশ করে ফেলেন। ছিপ ছিপে চেহারার, ৬ফুট উচ্চতার সেই গাছবাবাই বাংলা জাগোর মুখোমুখি হয়েছিলেন। কেন এভাবে জলের ওপর গাছে আস্তানা গেড়েছেন তিনি ? জল বাড়লে কী কোনও সমস্যা হয় ? তিনি সাফ জানান,জল বাড়ল কী কমল, তাতে কিছু যায় আসে না। জীবনের মাপকাঠি ঠিক রাখতে চান তিনি।

২২বছর আগে ভোগবাসনা ছেড়ে তিনি সাধু হন। সংসারের মায়া ছেড়ে চলে আসেন তিনি। ভিক্ষা বৃত্তি করেই কোনরকমে দিন চলে এই গাছবাবার। বর্তমানে জলস্তর বৃদ্ধি পেয়েছে গঙ্গায় মাচান বাবা যেখানে থাকেন তার নিচে একবুক সমান জল! বর্তমানে চারিদিকে জলে থৈ থৈ করছে আর তার মধ্যেই গাছের ওপরই বসবাস করে চলেছে এই মাচান বাবা!