রাজ্যের খবর
Trending

বন‍্যজন্তু ও মানুষের সংঘাত রুখতে জনসচেতনতা, কুয়াশাচ্ছন্ন বনাঞ্চলে অহেতুক ঘোরাফেরা বন্ধ রাখার আবেদন বনদফতরের…

Public awareness to prevent conflict between wild animals and humans, forest department's request to stop unnecessary wandering in foggy forest areas.

The Truth Of Bengal: কুয়াশার চাদরে ঢাকা বনাঞ্চল এড়িয়ে চলুন।বক্সা ব্যাঘ্র প্রকল্পে প্রাণীদের আনাগোনার কথা মাথায় রেখে এই প্রচারে জোর দিল বনদফতর।মানুষও বন্যপ্রাণীর সংঘাত রুখতে সন্ধ্যের পর বাড়ি থেকে না বেরোনোর আবেদন জানাচ্ছেন বনকর্তারা।

বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের জঙ্গল সংলগ্ন এলাকায় বন‍্যজন্তু ও মানুষের সংঘাত রুখতে জনসচেতনতার প্রসারে এগিয়ে এল বনদফতর।মূলতঃ বলা হয়েছে কুয়াশায় ঢাকা বনাঞ্চলে সকালও সন্ধ্যায়  মানুষের আনাগোনা বন্ধ রাখাই বাঞ্চনীয়। বনদফতরের দাবি, জঙ্গল সংলগ্ন এলাকার বনবস্তি বা বাগানের শ্রমিকরা জঙ্গলে প্রবেশ করায় সংঘাত বাঁধে।তাতে প্রাণীদের নিরিবিলি বিচরণ ব্যাহত হয়।তাই পরিবেশ  রক্ষার স্বার্থে বনাঞ্চলে কুয়াশাচ্ছন্ন সময়ে অনুপ্রবেশ বা অহেতুক ঘোরাফেরা বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে বনদফতরের তরফ থেকে।

ইতিমধ্যে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের পক্ষ থেকে জঙ্গল সংলগ্ন গ্ৰাম, বনবস্তি ও চা বলয়ে মাইকিং শুরু করা হয়েছে। এছাড়াও বাড়িবাড়ি গিয়ে বনকর্মীরা বনবস্তি ও চা বলয়ের শ্রমিকদের বোঝাচ্ছেন।সবাইকে তুলে ধরা হচ্ছে অকারণে প্রাণীদের ডেরায় বা বিচরণ ভূমিতে আনাগোনা না করাই ভালো।

বহুমুখী উপায়ে জঙ্গল এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে।প্রশ্ন এই সচেতনতার পাঠ কী আলিপুরদুয়ারের মানুষ নেবে? উত্তরটা ভবিষ্যতই দেবে।

Free Access

Related Articles