রাজ্যের খবর

উস্কানি বাংলাদেশের, মালদা সীমান্তে উত্তেজনা

Provocation by Bangladesh, tension at Malda border

Truth Of Bengal: বাংলাদেশে লাগাতার ভারত বিরোধী প্রচার চলছে। শুরু হয়েছে যুদ্ধজিগির। এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মালদা সীমান্তে। অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে উদ্দেশ্য করে পাথরবৃষ্টি চালায় বাংলাদেশী কট্টরপন্থীরা। এমনকি বোমা ছোড়া হয় ভারতকে উদ্দেশ্য করে। এমনকি ভারত ভূখণ্ডে ঢুকে পড়ে তারা। ভারতীয় ভূখণ্ডে ঢুকে লুটের চেষ্টা চালায় বাংলাদেশী দুষ্কৃতীরা। ঘটনায় চরম উত্তেজনা ছড়ায়।

গত সপ্তাহে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে দু’দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বাধা দেয় বাংলাদেশ। বর্ডার গার্ড বাংলাদেশ যেভাবে বাধা দান করে তাতে ক্ষুব্ধ ভারতের বিদেশ মন্ত্রক। এই নিয়ে দু’দেশের বৈঠক হয় বলে সূত্রের খবর। এর রেশ কাটতে না কাটতে ফের নতুন করে উত্তেজনা মালদা সীমান্তে। মালদার শুকদেবপুরে নতুন করে উত্তেজনা ছড়ায়।

অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে সীমান্তের এপারে। বিএসএফের তাড়ায় পালিয়ে যায় অনুপ্রবেশকারীরা। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান স্থানীয় ও গ্রামবাসীরা। পদ্মাপারে নৈরাজ্য চরম আকার নিয়েছে। সীমান্তে অনুপ্রবেশকারীদের গুন্ডাগিরি অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে, কাঁটাতার পেরিয়ে ফের অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশী দুষ্কৃতীরা।বিএসএফের তাড়ায় পালায় অনুপ্রবেশকারীরা।

ওপার থেকে হামলা জখম হন দুই বিএসএফ জওয়ান। বর্ডার গার্ড বাংলাদেশ ধারাবাহিকভাবে বাংলাদেশী দুষ্কৃতীদের মদত দিয়ে চলেছে বলে অভিযোগ। এর জেরে মালদা সীমান্তে প্রতি মুহূর্তে উত্তেজনা ছড়াচ্ছে। বাংলাদেশের উস্কানি মূলক কাজকর্মের জেরে ভারতীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অভিযোগ উঠেছে ভারতীয় ভূখণ্ডের জমির ফসল নষ্ট করে দিচ্ছে বাংলাদেশী কট্টরপন্থীরা। এই নিয়েই শনিবার সকাল থেকে ছিল উত্তেজনা। দফায় দফায় উত্তেজনা ছড়ায়। এর আঁচ ছড়িয়ে পড়ে সীমান্তের অন্যান্য জেলাতেও।

Related Articles