রাজ্যের খবর
Trending

শুভেন্দু অধিকারির কনভয়ে বিক্ষোভ, ১০০ দিনের কাজের দাবিতে চা শ্রমিকরা…

Protest at Subhendu Adhikari's convoy, tea workers demanding 100 days of work

The Truth Of Bengal: শুভেন্দু অধিকারির কনভয়ে বিক্ষোভ। ডুয়ার্সের ১৭ নং জাতীয় সড়কের পাশে ১০০ দিনের কাজের দাবিতে চা শ্রমিকদের ।জবকার্ড হাতে ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দেন তারা। বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে বকেয়া টাকার দাবি জানান শ্রমিকরা।

ডুয়ার্সের চা বলয়ে চা শ্রমিকদের সভায় আসার পথে চা শ্রমিকদের দাবির মুখে পড়লেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে চা বাগানের শ্রমিকরা ১০০ দিনের কাজের টাকা দাবি করলেন। শনিবার ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসায় চা শ্রমিকদের সভায় আসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে সভা শুরুর আগেই ১৭ নং জাতীয় সড়কের পাশে সোনগাছি চা বাগান মোড়ে চা বাগানের শতাধিক শ্রমিক ১০০ দিনের জবকার্ড হাতে নিয়ে দাড়িয়ে পড়েন।

জবকার্ড হাতে নিয়ে ১০০ দিনের কাজের টাকা পাওয়ার দাবিতে স্লোগান দিতে থাকেন। চা বাগানের শ্রমিকদের দাবি প্রায় দুই বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ রয়েছে পাশাপাশি যা কাজ হয়েছে তারও টাকা পাননি তারা। যে কারণে তারা বিরোধী দলনেতার কনভয় লক্ষ্য করে  ১০০ দিনের কাজের টাকার দাবি জানালেন। তবে দ্রুতগতিতে সভাস্থলের বেড়িয়ে যায় শুভেন্দুর কনভয়।

Free Access

Related Articles