রাজ্যের খবর

নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার! সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ

Protest against the recovery of the body of the missing student! Deputation at Basirhat police station

Truth of Bengal:  উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সংগ্রামপুর এলাকায় বাড়ি নবম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানার। দীর্ঘ এক মাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল তার মৃতদেহ উদ্ধার হয় বাদুড়িয়া বাজিতপুরের ইচ্ছামতী নদী থেকে। এরপর সঠিক তদন্তের দাবিতে ডিওআইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে।

কয়েকদিন ধরেই নবম শ্রেণির ওই নাবালিকাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। থানায় নিখোঁজ ডায়রি করা হয়। এরপর মঙ্গলবার দেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, তাঁদের মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই পথে নেমেছে বাম ছাত্র-যুব সংগঠন।

তাদের দাবি, একমাস নিখোঁজ থাকার পর ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। ডিওআইএফআই ও এসএফআই এর দাবি, এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে তার সঠিক তদন্ত করে বার করতে হবে। তারই প্রতিবাদে এই বিক্ষোভ। বসিরহাট থানায় একটি লিখিত ডেপুটেশন জমা দিয়েছে তারা।

 

 

Related Articles