পুলকারের সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষ, আহত ৫
Private car collides with Pulkar, 5 injured

The Truth Of Bengal: পুলকার গাড়ির সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার অন্তর্গত ডোমজুরের মাকড়দহ এলাকায়। ঘটনায় আহত হন ৫ জন।
প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বুধবার সকালে একটি বেসরকারি স্কুলের পুলকারে মধ্যে কয়েকটি স্কুলের বাচ্চা ডোমজুড়ের দিকে যাচ্ছিল। হঠাৎই অপরদিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি পুলকারে ধাক্কা মারে। দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে আহত হন পুলকারের গাড়ির চালক সহ স্কুলের খুদে পড়ুয়ারা। ৫ জন শিশু আহত হন তার মধ্যে ২ জন শিশু গুরুতর আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ডোমজুড় থানার পুলিশ আধিকারিকরা। তারপর তড়িঘড়ি স্কুলের আহত বাচ্চাদের ও পুলকারের গাড়ির চালকদের নিয়ে বেসরকারি হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। প্রাথমিক চিকিৎসা করার পর তাদের ছেড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় শিশুরা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়ে। এদিকে পুলিশ দুই গাড়ির চালককে এবং গাড়ি দুটিকে আটক করেছে।
FREE ACCESS