রাজ্যের খবর
অসুস্থ মহিলার পাশে দাঁড়ালো বেসরকারি বাস পরিবহনের কর্মীরা
Private bus transport workers stood next to the sick woman

The Truth Of Bengal: অসুস্থ এক অজ্ঞাত পরিচয় মহিলার পাশে এসে দাঁড়ালো বেসরকারি বাস পরিবহনের কর্মীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে কোচবিহারের মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অসুস্থ এক মহিলাকে মাটিতে পড়ে কাতরাতে দেখেন বেসরকারি বাসের কর্মীরা। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় কোচবিহার কোতোয়ালি থানায়। পুলিশ এসে ওই অসুস্থ মহিলাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় এক বাস চালক জানান, “নাইট সুপার বাসে তিনি এসেছেন আসাম থেকে। দিনহাটার সাহেবগঞ্জে ওই মহিলার বাড়ি বলে জানা গেছে। হঠাৎ অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই মহিলাকে মাটিতে পড়ে কাতরাতে দেখে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ওই মহিলা কে উদ্ধার করে নিয়ে যায়।”
FREE ACCESS