কলকাতারাজ্যের খবর

নব-নির্বাচিত চার বিধায়কের শপথগ্রহণ নিয়ে রাজ্যপালকে চিঠি, উত্তরের অপেক্ষায় রাজ্য সরকার

Principal's letter to Governor on oath-taking of four newly-elected MLAs, state govt awaiting reply

The Truth Of Bengal : সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে টানটান নাটক চলেছিল বিধানসভায়। রাজ্যপালের আহব্বানে সাড়া দিয়ে রাজভবনে গিয়ে শপথ গ্রহণ করেননি তাঁরা। আবার রাজ্যপালও বিধানসভায় এসে শপথ বাক্য পাঠ করাননি। তিনি বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম অনুমোদন করেছিলেন। শপথগ্রহণ করাতে রাজি হননি আশিসবাবু। শেষ পর্যন্ত একদিনের বিশেষ অধিবেশনে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নবনির্বাচিত দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। এবার বিধানসভার সদস্য হিসাবে তৃণমূল কংগ্রেসের ৪ সদস্য নির্বাচিত হয়েছেন। রায়গঞ্জ কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিন কেন্দ্র থেকে মুকুটমনি অধিকারী, বাগদা থেকে মধুপর্না ঠাকুর এবং মানিকতলা থেকে সুপ্তি পান্ডে।

  • নব নির্বাচিত চার সদস্যের শপথ গ্রহণ নিয়ে রাজ্যপালকে চিঠি
  • বিতর্ক এড়িয়ে এবার কী নির্ঝঞ্ঝাটে মিটবে শপথগ্রহণ অনুষ্ঠান
  • শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাজ্যপাল, জানালেন স্পিকার
  • সঠিক বিবেচনা করে রীতি বজায় রাখবেন রাজ্যপাল, প্রত্যাশা স্পিকারের

নিয়ম অনুযায়ী রাজ্যের পরিষদীয় দফতর থেকে রাজ্যপালের কাছে এই ৪ সদস্যের শপথ গ্রহণের জন্য চিঠির পর কী ভূমিকা পালন করবেন রাজ্যপাল? শুরু হয়ে গিয়েছে চর্চা। এবারও কী বিরোধ তৈরি হবে শপথ গ্রহণ নিয়ে? এবারও কী রাজ্যপাল নবনির্বাচিত সদস্যদের রাজভবনে ডাকবেন শপথবাক্য পাঠ করানোর জন্য? নাকি বিরোধ এড়িয়ে সরাসরি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর দায়িত্ব ছাড়বেন? নির্ঝঞ্ঝাটে কাটবে এই চার সদস্যের শপথ গ্রহণ পর্ব? সাম্প্রতিক সময়ে সায়ন্তিকা ও রেয়াত হোসেনের শপথ বিতর্কের পর এই নিয়ে নিশ্চিত করে কেউ কিছুই বলতে পারছেন না। প্রবাহমান বিতর্কে অন্ধকারে রয়েছে রাজভবন থেকে বিধানসভা। এই অবস্থায় যদি ফের শপথ গ্রহণে জট তৈরি হয় তাহলে আর অনন্তকাল বসে থাকতে নারাজ বিধানসভা। বিধানসভা সূত্রে খবর, এরকম পরিস্থিতি তৈরি হলে আগামী ২২ জুলাই থেকে বিধানসভার বর্ষাকালীন অধিবেশনে তাদের শপথ বাক্য পাঠ করাবেন স্পিকার। সোমবার বিধানসভায় তিনি বলেন, শপথ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন স্পিকার। রীতি অনুযায়ী তিনি সঠিক বিবেচনা করবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

Related Articles