রাজ্যের খবর

কালিগঞ্জে উপনির্বাচনের প্রস্তুতি,  চলছে ভোটার তালিকা সংশোধনের কর্মসূচি

Preparations underway for Kaliganj by-election

Truth Of Bengal: নদিয়ার কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না জেলা প্রশাসন ও নির্বাচন দফতর । জেলা নির্বাচন আধিকারিক ও প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি নেওয়া হয়েছে।

এই কর্মসূচির আওতায় ১২, ১৩, ১৯ এবং ২০ তারিখে বুথ লেভেল অফিসারদের (বিএলও) মাধ্যমে প্রতিটি বুথে বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে। এই ক্যাম্পগুলিতে ভোটার তালিকায় নতুন নাম অন্তর্ভুক্তি, সংশোধন এবং বাদ পড়া নাম পুনরায় যুক্ত করার সুযোগ পাবেন সাধারণ ভোটাররা। বিশেষত, যারা এখনো পর্যন্ত নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারেননি, তাঁদের জন্য থাকছে বিশেষ সুযোগ।

জেলাশাসক এস অরুন প্রসাদ মঙ্গলবার নদিয়া জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানান, আগামী ৫ই মে কালিগঞ্জ বিধানসভার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এর আগে গত ২রা এপ্রিল সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের মোট ভোটারের সংখ্যা বর্তমানে ২ লক্ষ ৫৪ হাজার ৮৭৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৬০৩ জন, মহিলা ভোটার ১ লক্ষ ২৩ হাজার ২৭১ জন এবং অন্যান্য ভোটার রয়েছেন ৪ জন। মোট ৩০৯টি পোলিং স্টেশনে বুথ লেভেল অফিসাররা ভোটার তালিকা সংশোধনের কাজ করবেন।

যদিও এখনও উপনির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, তবে নদীয়া জেলা প্রশাসন সমস্ত নির্বাচনী প্রস্তুতি এগিয়ে রাখছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। প্রস্তুতির এই তৎপরতা স্থানীয়ভাবে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।

 

Related Articles