রাজ্যের খবর

উত্তরবঙ্গে রামনবমী ঘিরে প্রস্তুতি তুঙ্গে, পুলিসের পক্ষ থেকে চলছে বিশেষ নজরদারি

Preparations are underway in Uttar Pradesh around Ramnambmi, special surveillance is going on by the police.

Truth Of Bengal: রাত পোহালেই রামনবমী। আর রামনবমীকে ঘিরে সেজে উঠেছে শহর শিলিগুড়ি ও উত্তরবঙ্গের প্রত্যেকটি জায়গা। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাম নবমীতে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব বলেন, “শান্তিপূর্ণ ভাবেই রামনবমী হবে। আমাদের হেড কোয়ার্টার থেকে এক্সট্রা ফোর্স দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে পুলিশে যারা ছুটিতে ছিল তাদের ছুটি বন্ধ রয়েছে। এছাড়া আমরা সোশ্যাল মিডিয়াতেও চোখ রাখছি। এছাড়া আমরা নাকা চেকিং ও সীমান্ত এলাকায় টহলদারী চলছে। যে সমস্ত কমিটি রয়েছে আর সেই সমস্ত কমিটি কে নিয়ে আমরা বৈঠক করেছি।

উত্তরবঙ্গে নয়টি পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে আর প্রত্যেকটি জেলাতেই বড় রামনবমীর প্রস্তুতি হচ্ছে। আর ইতিমধ্যে সমস্ত জায়গায় সিসিটিভি ও ড্রোনদের নজরদারি চালানো হবে। যেই রুট দেওয়া হয়েছে সেই রুটেই সেই রামনবমীর মিছিল যাবে তাছাড়া অন্য কোন রুটে যাবে না। আর ইতিমধ্যে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইন মেনেই সকলকে চলতে হবে বলে জানিয়েছেন আইজি উত্তরবঙ্গ।

 

Related Articles