রাজ্যের খবর

হুগলির উত্তর পাড়ায় বিদ্যুৎ বিভ্রাট! বিক্ষোভ করায় আটক এক বিক্ষোভকারী

Truth Of Bengal: একে এই গরমে নাজেহাল রাজ্যবাসী। তারই মাঝে হুগলির উত্তরপাড়ায় বিদ্যুৎ বিভ্রাটের জেরে রাতেই উত্তেজনার একশেষ। বিস্তীর্ণ এলাকা জুড়ে আবারও এই বিদ্যুৎ-হীনতায় চরম ভোগান্তিতে এলাকার সাধারণ মানুষ। ল্যাম্পপোস্টে আগুন লাগার কারণেই এই দুর্ভোগ বলে সূত্রের খবর। তাছাড়াও পরিস্থিতি মোকাবিলায় যখন ঘটনাস্থলে পুলিশ আধিকারিকদের দল আসে সেইসময় স্থানীয়দের অনেকেই পুলিশ কর্তাদের ঘিরে বিক্ষোভ করলে আটক করা হয় এক বিক্ষোভকারী’কে।

স্থানীয়দের মতে এলাকার এক নার্সিংহোমে বিদ্যুৎ সরবরাহ করলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়। খবরটি বারংবার শ্রীরামপুরের অফিসে জানানো হলেও কোনও সহযোগিতাই করেননি সিইএসই কতৃপক্ষ। এরপর স্থানীয়রা বিক্ষোভ শুরু করলে উত্তরপাড়ার পুলিশ এসে হাজির হন ঘটনাস্থলে। সঙ্গেই উপস্থিত হন সিএএসই কর্মীরা। আর সেখানেই বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ আধিকারিকদের। এবং যার জেরেই গ্রেফতার করা হয় এক বিক্ষোভকারীকে।

Related Articles