রাজ্যের খবর

মুর্শিদাবাদে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীকে গুলি, ঘটনাস্থলে মৃত ব্যবসায়ী

আচমকাই কয়েকজন দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফার্মের ভিতর ঢুকে পড়ে

The Truth of Bengal: মুর্গির ফার্মে ঢুকে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানা এলাকার হাপানিয়া এলাকায়। মৃতের নাম প্রবীর দাস।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, প্রবীর দাস, সুতি থানার হাপানিয়া এলাকার বাসিন্দা। মঙ্গলবার অন্যান্য দিনের মতো নিজের মুরগি ফার্মে বসে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, আচমকাই কয়েকজন দুষ্কৃতী হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফার্মের ভিতর ঢুকে পড়ে। এবং প্রবীর দাসকে লক্ষ্য করে খুব কাছ থেকে পরপর তিন রাউন্ড গুলি চালায়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রবীর। গুলি বেঁধে গলায়। পুরো ঘটনা দেখে হতবম্ভ হয়ে যান ফার্মের অন্যান্য কর্মীরা।

এমনকি, ভয়ে কেউ এগিয়েও যেতে পারেননি। দুষ্কৃতীরা চম্পট দিলে, খবর দেওয়া হয় পুলিশকে। প্রবীরকে উদ্ধার করে মহিশাইল ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্তের জন্য ঘটনাস্থলে আসে সুতি থানার পুলিশ। আসেন ফরাক্কার এসডিপিও রাসপ্রীত সিং। প্রবীর দাসকে কারা বা কেন খুন করল, তা নিয়ে ধন্ধে রয়েছে, পরিবারও।