রাজ্যের খবর

শিব-বন্দনার অনুষঙ্গ কল্কি, কল্কি বানাতে ব্যস্ততা তুঙ্গে মৃৎশিল্পীদের

Potters are busy making shiv kalki

The Truth of Bengal: এসেই গেল বাঙালির অন্যতম উৎসব শিবরাত্রি। আর মাত্র কয়েকদিন বাকি। হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। এই দিনে, ভক্তরা উপবাস পালন করেন। শিব মন্দিরগুলিতে পুজো হয়। ভক্তরা সাধারণত শিবলিঙ্গে দুধ নিবেদন করে মোক্ষ লাভের প্রার্থনা করেন।

দেবাদিদেবের পুজোর অন্যতম সামগ্রী হল মাটির কল্কি। পুজোর অনুষঙ্গ হিসেবে মাটির কল্কির গুরুত্ব আছে। সেই কল্কি তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর অঞ্চলের হাটপাড়ার টেরাকোটা মৃৎশিল্পীরা এখন দিনরাত এক করে বানাচ্ছেন মাটির কল্কি। মৃৎশিল্পীদের পরিবারের সকলে মিলে কাজ করে চলেছেন। এখানে তৈরি মাটির কল্কি শুধু কালিয়াগঞ্জে নয়, পাশের জেলা মালদা ও দক্ষিণ দিনাজপুরে যায়। মৃৎশিল্পীরা জানাঞ্চছেন, আগের তুলনায় এখন মাটির তৈরি কল্কির চাহিদা অনেকটাই বেড়েছে।

কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন পুজো  মণ্ডপ তৈরি করতে কল্কি ব্যবহার করা হচ্ছে। তাই সারাবছর অল্প অল্প করে কল্কি তৈরি হলেও এখন শিবরাত্রি উপলক্ষে চাহিদা তুঙ্গে। তাই কাজ চলছে জোরকদমে। অন্য জিনিস বানিয়ে এখন আর এমন লা না হলেও মাটির কল্কি বানিয়ে ভালই মুনাফা লাভ হয় বলে জানিয়েছেন মৃৎশিল্পীরা। বাড়তি কিছু লাভের আশায় এখন পরিবারের সবাই হাতে হাত মিলিয়ে কল্কি বানিয়ে চলেছেন।

Related Articles