রাজ্যের খবর

নৈহাটি তৃণমূল কর্মী খুনে অর্জুন সিং এর নামে পোস্টার, ভাটপাড়ায় শোরগোল

Posters in the name of Arjun Singh for the murder of Naihati Trinamool worker, Bhatpara creates uproar

Truth Of Bengal: নৈহাটি ও ভাটপাড়ায় প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বিরুদ্ধে পোস্টার। নৈহাটির তৃণমূল কর্মী খুনের ঘটনায় তার হাত রয়েছে বলে ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে। এই পোস্টার ঘিরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি ফের সরগরম। আক্রমণ পাল্টা আক্রমণে রাজনৈতিক তরজা তুঙ্গে।

নৈহাটিতে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব খুনের ঘটনায়  ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ  তথা অর্জুন সিংয়ের নামে পোস্টার পড়ল ভাটপাড়ায়। গত ৩১ জানুয়ারি ভরদুপুরে খুন হন নৈহাটির তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদব। ঘটনাস্থলে দাঁড়িয়ে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিংকে নিশানা করেন ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনৎ দে।

বিজেপি নেতা অর্জুন সিং-এর মদতেই খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সন্তোষ যাদবকে, অভিযোগ করেন তাঁরা। এই খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চলে রাজনীতি। এবার এই ঘটনায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নৈহাটির বিভিন্ন জায়গায় দেওয়া হল পোস্টার। পাশাপাশি  ভাটপাড়াতেও অর্জুনের বিরুদ্ধে পোস্টার করেছে। এই খুনের ঘটনার পিছনে তার হাত রয়েছে বলেই ওই পোস্টারে উল্লেখ করা হয়েছে। যদিও গোটা বিষয় নিয়ে বিজেপি নেতা অর্জুন ঘনিষ্ঠ প্রিয়াংশু পান্ডে বলেন ওরা যত পোস্টার লাগাবে তত বিজেপি শক্তিশালী হবে।

ভাটপাড়া পুরসভার গেটের সামনে দেখা যায় তৃণমূল কর্মী সন্তোষ যাদব খুনে অর্জুন সিং জবাব চাই জবাব দাও লেখা পোস্টার। ঘটনার ব্যাখ্যা করতে গিয়ে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তথা ভাটপাড়া  শহর সভাপতি দেবজ্যোতি ঘোষ বলেন প্রাক্তন সংসদ অর্জুন সিং-এর চেহারাটা দেখেছে মানুষ।

বিজেপি নেতা অর্জুন সিংয়ের গড় হিসাবে পরিচিত ভাটপাড়া। পোস্টার সেঁটে তৃণমূল কর্মী খুনের ঘটনায় অর্জুন সিং-এর থেকে জবাব চাইল ভাটপাড়া তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। পথ চলতি মানুষ বারবার থমকে দাঁড়িয়েছেন পোস্টার দেখে।  তৃণমূল নেতৃত্বের দাবি, ব্যারাকপুর লোকসভার মানুষ অর্জুন সিংকে প্রত্যাখ্যান করেছে।  তাই এলাকায় অশান্তির আবহ ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। খুনের রাজনীতি চালাচ্ছে।  বিজেপির এই খুনের রাজনীতি জনসমক্ষে তুলে ধরতে পোস্টার লাগানো হয়েছে।

Related Articles