দলীয় কার্যালয়ে মণ্ডল সভাপতির বিরুদ্ধে আর্থিক তছরূপের পোস্টার
Poster of financial fraud against the mandal president at the party office

Truth Of Bengal: বিজেপি বারাসাত সাংগঠনিক জেলা মধ্যমগ্রাম মণ্ডল ৪-এর সভাপতি সাগর বিশ্বাসের নামে আর্থিক তছরূপের পোস্টার পড়ল বিজেপি বারাসাত সাংগঠনিক জেলার দলীয় কার্যালয়ে। বৃহস্পতিবার দুপুরে বিজেপির কর্মীরা মণ্ডল সভাপতির বিরুদ্ধে পোস্টার সাঁটলেন দলীয় কার্যালয় দেওয়ালে ও বারাসাত শহরের বিভিন্ন প্রান্তে। বিজেপি কর্মীদের দাবি, আর্থিক তছরূপের সঙ্গে যুক্ত বিজেপি মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস। তাই নতুন সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সাগর বিশ্বাসকে চাইছেন না বিজেপি কর্মী-সমর্থকরা, তাঁরা নতুন কোনও মুখ চাইছেন।
যদিও এ বিষয়ে কিছু বলতে চাননি অভিযুক্ত বিজেপি নেতা সাগর বিশ্বাস ও জেলা সভাপতি তরুণকান্তি ঘোষ। বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র জানিয়েছেন, দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এরকমভাবে পোস্টার না মেরে দলের ভেতরেই আলোচনা করা উচিত। যে বা যারা এই ঘটনা ঘটাচ্ছেন, তাঁদের সঙ্গে বসে সমস্যার সমাধান করা হবে বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি শাসকদলের চক্রান্ত বলেও দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। গোটা ঘটনাকে বিজেপির দলীয় গোষ্ঠী দ্বন্দ্ব বলেছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের দাবি, বিজেপি প্রাইভেট কোম্পানি, তাদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে সমস্যা হওয়াটাই স্বাভাবিক। এই দল নিয়ে বেশি কথা না বলাই ভাল। রাজ্য বিজেপির যখন বিভিন্ন প্রান্তে নতুন করে কমিটি গঠন হচ্ছে, সে সময় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে জেলা বিজেপি।