রাজ্যের খবর

সচেতনতা বাড়াতে পুলিশের পক্ষ থেকে শুরু ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচি

Police started 'Save Drive Save Life' program to increase awareness

Truth Of Bengal : নদিয়া, মাধব দেবনাথ : সামনেই আসন্ন দুর্গা উৎসব। আর এই উৎসবে মাতোয়ারা হবেন গোটা বাঙালি। দুর্গা পুজো উৎসবে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যে কোন কারণবশত দুর্ঘটনা এড়াতে এবার আরো একবার মানুষকে সচেতনতা করতে সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানের আয়োজন করল কৃষ্ণনগর পুলিশ জেলা।

রবিবার নদিয়ার করিমপুর সীমান্তবর্তী এলাকায় আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে করিমপুর পুলিশ থানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, করিমপুরের তৃণমূল বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। এছাড়াও ছিলেন কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত গ্রামীণ পুলিশ সুপার উত্তম ঘোষ। থানার আইসি মহম্মদ সিকেন্দার আলম সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

যেকোনো দুর্ঘটনা এড়াতে এবং সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে মঞ্চে দাঁড়িয়ে একাধিক বার্তা দিলেন অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ। এছাড়াও মানুষকে সচেতনতা করতে বিভিন্ন ভঙ্গিমায় বক্তব্য রাখলেন বিধায়ক বিমলেন্দু সিংহ রায়। তবে এই সেভ ড্রাইভ সেভ লাইফ অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার প্রচুর সংখ্যক মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Related Articles