রাজ্যের খবর

‘তৃণমূল নেতাদের গলায়-কোমরে দড়ি পরাতে হবে পুলিশকে’, ফের বেফাঁস দিলীপ

'Police should tie ropes around the neck and waist of Trinamool leaders', says Dilip again

The Truth Of Bengal : ‘১৩ তারিখের পর তৃণমূল নেতাদের গলায় ও কোমরে দড়ি পরাতে হবে পুলিশকে।‘ ফের বিস্ফোরক বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে যোগ দিয়ে তৃণমূল নেতা পুলিশকে একহাত নেন দিলীপ। পুলিশকে আক্রমণ করে দিলীপ বলেন, ‘পুলিশের চোখে কি ন্যবা হয়েছে?’

আগামী ১৩ তারিখের পর এখান থেকে বিদায় নিতে হবে তৃণমূল নেতাদের। এই প্রসঙ্গে তিনি হিন্দি গান কটাক্ষ করেন। তাঁকে মাইকে গাইতে শোনা যায়, ‘পরদেশি পরদেশি জানা নেহি, মুঝে ছোড়কে মুঝে ছোড়কে’। দিলীপের কণ্ঠে জনপ্রিয় হিন্দি সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’র গান শুনে সেখানে উপস্থিত মহিলাদের হাততালি দিতে দেখা দেয়।

বাজার গরম করা মন্তব্য করে বারবার শিরোনামে থাকেন দিলীপ। এর আগে মুখ্যমন্ত্রীর পিতৃপরিচয় নিয়ে অশালীন মন্তব্য করায় নির্বাচন কমিশন শো-কজ করেছিল তাঁকে। থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তাও দিলীপ আছেন দিলীপে। পরে আবার নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন দিলীপ।

প্রায় প্রতিদিন রুটিনমাফিক আক্রমণ করতে গিয়ে ভাষার শালীনতা হারিয়ে ফেলছেন দিলীপ। কখনও হুঙ্কার দিচ্ছেন, কখনও বেফাঁস মন্তব্য করছেন। এবার তৃণমূল নেতা ও পুলিশ সম্পর্কে কটাক্ষ করতে গিয়ে বেফাঁস মন্তব্য করলেন দিলীপ। সেই সঙ্গে কয়েক কলি হিন্দি গান গেয়ে শ্রোতাদের মনোরঞ্জন করলেন। দিলীপ আছেন দিলীপে!

Related Articles