রামনবমী উপলক্ষে পুলিশি বৈঠক, কোন কোন বিষয়ে বিশেষ নজর ?
Police meeting on the occasion of Ramnavami, special attention to any issues?

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ : আসন্ন রামনবমী দোল উৎসব উপলক্ষে প্রত্যেকটি পুজো কমিটি কে নিয়ে এবার প্রশাসনিক বৈঠক করলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। এদিন নদীয়ার শান্তিপুর থানায় এই বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, শান্তিপুর থানা এলাকার হরিপুর অঞ্চলের প্রায় ৫০ টি পুজো কমিটির সদস্যরা।
আগামী ইংরেজি মাসের ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে রামনবমীর দোল উৎসব, চলবে ১৯ তারিখ পর্যন্ত। এরপরেই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসব পালন করা হবে। যদিও এই উৎসবকে কেন্দ্র করে অন্যান্য বছর সরকারি ছুটি থাকে না, কিন্তু এবছর রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে। তবে এই রামনবমীর দোল উৎসব উপলক্ষে বেশ কয়েক বছর দেখা গেছে বিভিন্ন জায়গায় অশান্তি হতে। এবার যে কোন অপ্রীতকর ঘটনা এড়াতে আগেভাগেই তৎপর পুলিশ প্রশাসন। এদিন প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার, ছিলেন এসডিপিও শৈলজা দাস, ডোমকল দপ্তরের আধিকারিকরা। শান্তিপুর থানার সার্কেল ইন্সপেক্টর গোবিন্দ বিশ্বাস, শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত মালাকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই প্রশাসনিক বৈঠকে প্রত্যেক পুজো কমিটিকে বেশ কিছু নিয়ম বেঁধে দেন অতিরিক্ত পুলিশ সুপার।
শোভাযাত্রা আইন মেনে পালন করতে হবে, পর্যাপ্ত বেশি শব্দ যন্ত্র ব্যবহার করা যাবে না, সময়মতো শোভাযাত্রা শেষ করতে হবে। যদি কোথাও কোন পূজা উদ্যোক্তা মন্ডলসজ্জা করে তার জন্য অগ্নি নির্বাপন দপ্তরে লিখিত জানাতে হবে। আর তিনি প্রত্যেক পুজো কমিটিকে সাফ জানিয়ে দেন, যে কোন দুর্ঘটনা এবং অপ্রীতিকর ঘটনা ঘটলে তৎপরতার সাথে যাতে থানার সাথে যোগাযোগ করা হয়। কারণ এই উৎসবে জাতি ভেদাভেদ থাকে না। সুষ্ঠুভাবে এ উৎসব যাতে পালন করা যায় সেই জন্য পুলিশ প্রশাসনের এই তৎপরতা।