পাসপোর্ট জালিয়াতিতে ফের পুলিশি যোগ! এবার রেডারে কনস্টেবল
Police join again in passport fraud! This time constable on radar

Truth Of Bengal: আব্দুল হাই সাব-ইন্সপেক্টর থাকাকালীন পাসপোর্ট জালিয়াতির ব্লু প্রিন্ট তৈরি করেছে বলে অনুমান পুলিশের। পাসপোর্ট জালিয়াতিতে ফের পুলিশি যোগ। প্রাক্তন এসআই গ্রেপ্তারের পর এবার রেডারে কনস্টেবল। কনস্টেবল এর মাধ্যমে কারচুপি হয়।
পাসপোর্ট নিয়েও জালিয়াতির জাল বোনা হচ্ছে। এই খবর পেয়ে শুক্রবার হাবড়ার অশোকনগর থেকে গ্রেফতার করা হয় প্রাক্তন এসআই আব্দুল হাইকে। দীর্ঘদিন ধরে লালবাজারে পাসপোর্ট বিভাগের কর্তব্যরত ছিলেন তিনি। এক বছর আগে চাকরি থেকে অবসর নেন তিনি। সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত ছিলেন আবদুল। জাল ১৫০টি পাসপোর্টের মধ্যে ৫২টির এনকয়ারি অফিসার ছিলেন অভিযুক্ত। সেই সুবাদে চক্রের অনেককে চিনতেন। অভিযোগ, প্রতারকদের সঙ্গে যোগাযোগ রেখে জালিয়াতিতে সাহায্য করতেন আব্দুল হাই। পাসপোর্ট পিছু প্রত্যেকের কাছে ২৫ হাজার টাকা করেও নিতেন অভিযুক্ত প্রাক্তন এসআই। সূত্রের খবর, পাসপোর্ট জালিয়াতির অন্যতম কারবারী সমরেশের সঙ্গে যোগ ছিল ধৃত আবদুলের।