রাজ্যের খবর

১১ মাসের শিশুর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

Police investigate mysterious death of 11-month-old baby

Truth Of Bengal: ১১ মাসের শিশুর রহস্য জনক মৃত্যু! ঘটনাটি ঘটেছে কালনার ধর্মডাঙ্গা এলাকায়। আত্মীয়র বাড়িতে শ্রাদ্ধের নিমন্ত্রণে এসেছিল ১১ মাসের শিশু পুত্র আর সেখানেই তার রহস্য জনক মৃত্যু ঘটে। মৃত্যুর কারণ জানতে শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য কালনা থেকে বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে।

মৃত শিশুটির নাম আরিফ শীল, বাড়ি হুগলী জেলার মগরা জয়পুর এলাকায়। সূত্রের খবর, প্রায় তিন বছর আগে স্থানীয় যুবক বচ্চন শীল এর সঙ্গে রুমা সমাদ্দারের বিয়ে হয়। তাদের সংসারে এই পুত্র সন্তান জন্ম নেয়। তবে জানা গেছে, গত দু’মাস ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। যার জেরে রুমা বাপের বাড়িতে চলে আসেন।

দু’দিন আগে রুমা সন্তানকে নিয়ে ধর্মডাঙ্গায় এক আত্মিয়র বাড়িতে শ্রাদ্ধের নিমন্ত্রণে আসেন। অভিযোগ, বৃহস্পতিবার বিকেলে শিশুটিকে তার মা ঘুম পাড়িয়ে খেতে যায়, তার পর এক মাসি দেখতে পান শিশুটি নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে কালনা মহকুমা হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

শিশুর বাবা বচ্চন শীল সন্তানের মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করেছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানান। অভিযোগ, স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় এ ঘটনা ঘটে থাকতে পারে, পাশাপাশি তিনি আরও জানান স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ায় তাকে জোর করে গর্ভপাত করানোরও চেষ্টা করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ কালনা থেকে বর্ধমান মেডিকেল কলেজে পাঠায় কালনা থানার পুলিশ।

Related Articles