রাজ্যের খবর
নদীয়ায় দালাল চক্রের বিরুদ্ধে বিশেষ অভিযান পুলিশের, গ্রেফতার ১
Police conduct special operation against broker gang in Nadia, 1 arrested

Truth Of Bengal: বিশেষ অভিযান জেলা পুলিশের। দালাল চক্রের বিরুদ্ধে গ্রেফতার এক ভারতীয় দালাল। বুধবার রাতে এমনই ঘটনা নদীয়ার হাঁসখালি থানার পুলিশ বাংলাদেশ অনুপ্রবেশকারীদের মদদদাতা ওই ভারতীয় দালালকে বিশেষ তল্লাশি চালিয়ে গ্রেফতার করে।
জানা যায়, ধৃতের নাম ইন্দ্রজিৎ হালদার, বয়স ৩৮। পুলিশের কাছে খবর ছিল বাংলাদেশের অনুপ্রবেশকারীদের মদদদাতা দালাল চক্রের সাথে যুক্ত রয়েছে এই যুবক। দীর্ঘদিন ধরেই পুলিশের কাছে খবর থাকলেও হদিস খুঁজে পাচ্ছিল না তার। অবশেষে বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতকে তোলা হবে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে।