রাজ্যের খবর

জমি বিবাদের জের, ভাঙরে আক্রান্ত পুলিশ

Police attacked by vandals over land dispute

Truth Of Bengal: ফের আক্রান্ত পুলিশ! ভাঙড়ের পোলেরহাট থানার নাটাপুকুর এলাকায় কর্তব্যরত অবস্থায় আক্রান্ত হলেন কলকাতা পুলিশের কনস্টেবল। সুশান্ত মণ্ডল নামের ওই কনস্টেবলকে ধাক্কা মারার পাশাপাশি কিল, ঘুসি মারারও অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসিরুদ্দিন মোল্লা, নাসির উদ্দিন মোল্লা-সহ তাঁদের পরিবারের সঙ্গে তৌফিক মোল্লা, জাহাঙ্গীর মোল্লার পরিবারের সদস্যদের মধ্যে ঝামেলা বাঁধে। এদিনের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পোলেরহাট থানার এআরও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু হঠাৎই এক যুবক কর্তব্যরত কন্সটেবলকে ধাক্কা মারে। এমনকি কিল-ঘুসিও চালায়। অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায়। সঙ্গে গাড়ি ভাঙচুর করার হুশিয়ারি দেয়।

Related Articles