ফের আক্রান্ত পুলিশ, এবার চোপড়ায় অভিযানে গিয়ে হামলার মুখে পুলিশকর্মীরা
Police attacked again, this time in Chopra, the police personnel were attacked

The Truth Of Bengal : কুলতলীতে কয়েকদিন আগে দুষ্কৃতীকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছিল পুলিশ, তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছিলো দুষ্কৃতীরা। আর এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো উত্তর দিনাজপুরের চোপড়ায়। দুষ্কৃতীদের ধরতে গিয়ে আরও একবার আক্রান্ত পুলিশ। এবার পুলিশকে কোপানোর অভিযোগ উঠলো দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুই পুলিশকর্মীকে কোপানো হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত দুই পুলিশকর্মী শিলিগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। মারধর করা হয় পুলিশের গাড়ি চালক ও এক কনষ্টেবলকেও।
এদিন ভোরে উত্তর দিনাজপুরের চোপড়ার আমতলা এলাকায় ৫জন পুলিশকর্মীর একটি দল অভিযান চালায়। সেই দলে ছিলেন এসআই, এএসআই, ২ কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার। ওই এলাকার তিন দুষ্কৃতীর বিরুদ্ধে পুরোনো অনেক মামলায় ওয়ারেন্ট ছিল, কিন্তু তারা গা ঢাকা দেওয়ায় পুলিশ তাদের ধরতে পারেনি। পরে গোপন সূত্রে ওই তিন দুষ্কৃতীর গ্রামে ফিরে আসার খবর পেয়ে এদিন ভোরে অভিযান চালায় পুলিশ।
জানা গিয়েছে, দুষ্কৃতীদের ধরতে গ্রামে ঢোকার পর পরই পুলিশের ওপর চড়াও হয় ওই তিন অভিযুক্ত ও তার সাগরেদরা। দুই জন পুলিশকর্মীকে কোপানো হয় এবং এক কনস্টেবলকে লাঠি দিয়ে ব্যাপক মারধর করা হয়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি থেকে চালককে নামিয়ে এনে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। এএসআই দেবাশিস দাসের হাতে কোপ লাগে এবং এসআই পবিত্র কুণ্ডুর পেটে ছুরি মারা হয়েছে।
এই প্রসঙ্গে ইসলামপুরের পুলিশ সুপার জবি থমাস জানান, এলাকায় পুলিশি অভিযান চলছে। চোপড়ার একাধিক ফাঁড়ি থেকে আনা হয়েছে পুলিশ ফোর্স, অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।