মোটরবাইকে করে আগ্নেয়াস্ত্র পাচার! পুলিশের জালে যুবক
Police arrest youth for smuggling firearms on motorbike

Truth Of Bengal: মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার পুলিশের তৎপরতায় জলঙ্গিতে অস্ত্র পাচারের আগে এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম হাবলু শেখ, বাড়ি ফরাক্কা থানার দক্ষিণ রামরামপুর এলাকায়। বুধবার সকালে বহরমপুর থানার নওদাপাড়া ১২ নম্বর জাতীয় সড়কের উপর থেকে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
তল্লাশির সময় ধৃত হাবলুর কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগজিন এবং ১০টি কার্তুজ উদ্ধার করে পুলিশ। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোটর সাইকেলও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাবলু শেখ বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র ও কার্তুজ সংগ্রহ করে প্রথমে নিজের বাড়িতে রাখে। পরে বুধবার সকালে সেগুলো জলঙ্গিতে পাচারের উদ্দেশ্যে রওনা দেয়। পাচারের আগেই পুলিশ তাকে ধরে ফেলে।
মুর্শিদাবাদ জেলা পুলিশের অ্যাডিশনাল পুলিশ সুপার মজিদ খান জানিয়েছেন, হাবলু শেখ এই অস্ত্র গুলো জলঙ্গিতে এক ব্যক্তির কাছে সরবরাহ করতে যাচ্ছিল। প্রতিটি আগ্নেয়াস্ত্রের মূল্য ৩৫ থেকে ৩৬ হাজার টাকা নির্ধারিত ছিল বলে পুলিশি জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।
জানা গিয়েছে, ধৃত হাবলুর বিরুদ্ধে জঙ্গীপুর পুলিশ জেলায় আগেই চারটি মামলা রয়েছে। বহরমপুর থানার পুলিশ তাকে আদালতে পেশ করে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায়। এই ঘটনায় সীমান্ত এলাকায় অস্ত্র পাচার রুখতে পুলিশের সক্রিয়তা ও সজাগ দৃষ্টিভঙ্গি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।